শেয়ার করুন বন্ধুর সাথে
ontu

Call

সেলুলার ফোন এক বিশেষ ধরনের ফোন যা ঐ সেলের আওতায় স্থাপিত ট্রান্সমিটারের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করে। অসংখ্য টেলিফোনকে আলাদা আলাদা ফ্রিকএ্যানিছি দিয়ে দিয়ে দিয়ে বিভন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সেল স্থাপন করে সেলুলার ফোন সিস্টিম কে কার্যকর করা হয়। এই জটিল ব্যবস্থাটি সহজে সম্পন্ন হয় কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে। যে কোন সময় এই ফোন দ্বারা গাড়ি থেকে গাড়িতে ফোন করা যায়। তাছাড়া ট্রাষ্কল বুক, বিদেশে টেলিফোন ইত্যাদি কার্যক্রমো সেলুলার ফোনের মাধ্যমে করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ