Call

অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্কের জন্যা এবং নিজে সক্রিয় থাকার জন্যে এটি হয়ে থাকে।এটা কোন সমস্যা না।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ফোনে কিছু এপস আছে যেগুলো প্রতিনিয়ত কাজ করে তারমধ্যে কিছু সিস্টেম এপসও আছে যেগুলো প্রতিনিয়ত কাজ করে। ঐসকল এপসের জন্য আপনি যখন ফোন ব্যবহার করেন না তখনও চার্জ নষ্ট হয়।  তবে যদি আপনার ফোন সুইচ অফ করে রাখেন তাহলে ঐসকল এপস কাজ করবে না। আর আপনি ব্যবহার করার সময় কম চার্জ যায় এবং ব্যবহার না করলে বেশি চার্জ যায় এইটা আপনার ভুল ধারণা। কোন এপস থেকে কি পরিমাণ চার্জ নষ্ট হচ্ছে তা দেখতে Setting → Battery → Battery USAGE  এইখানে যান। তারপর যে এপসটি থেকে বেশি চার্জ নষ্ট হয় সেটির প্রয়োজন না থাকলে ফোর্স স্টপ/ডিজেবল/আনইন্সটল করে দেন।  

Talk Doctor Online in Bissoy App