শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চীনে আফিমের ব্যবসাকে কেন্দ্র করে ১৮৪০ যে সালে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটিই আফিমের যুদ্ধ নামে পরিচিত।  চীনে একসময় প্রচুর আফিম চলতো। আফিমে মানুষ এতটাই আসক্ত ছিল যে সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। চীন ধীরে ধীরে ইংরেজি বণিকদের কবলে যাচ্ছিল যারাও আফিমের ব্যবসার জন্যই চীনে এসেছিল। চীনাদের সাথে ইংরেজদের আফিমকে কেন্দ্র করেই বিবাদ লাগে যা যুদ্ধের রূপ ধারণ করে। ১৮৪২ সালে এ যুদ্ধের অবসান ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ