ইচ্ছা করে ভ্রু ছিড়লে গুনাহ হবে । তবে ভুলে টান লেগে বা হাত লেগে বা অন্য কোন কারণে পড়লে গুনাহ হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

চোখ ভ্রু ইচ্ছা করে টান দিলে পড়ে গেলে গোনা হবে, মানুষের দেহের লোমকে আলেমরা তিনটি শ্রেণীতে ভাগ করেছেন । ১. যে লোম সর্বদা ছেটে ফেলতে হবে : শ্রোণীদেশ ,বগলের লোম ,মোচ ইত্যাদি । ২. যে লোম কখনো ছাটা যাবে না : ভ্রু , দাড়ি  ৩. যে লোমের ব্যাপারে কোন নির্দেশ নেই তা হচ্ছে দেহের অন্যান্য লোম তাই ভ্রু  বাদে অন্য সকল লোম সেভ করে ফেলা যাবে কিনা এ ব্যাপারে কিছূ আলেমদের মতভেদ আছে । কেউ বলেন এটা করা যাবে না । কারণ এটা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, যা নিষেধ ।  ফতোয়া আল-লাজনাহ আল দাইমাহতে বলা হয়েছে : ♦ নারীদের জন্য তাদের হাত ,পা, ঠোঁটের উপরের লোম তুলে ফেলায় কোন গুনাহ নেই ।ভ্রু এবং মাথার চুল বাদে অন্য যেকোন লোম তারা তুলে ফেলতে পারে । ( ৫/১৯৪,১৯৫ ) আশা করি উত্তর পেয়েছেন । বিস্তারিত জানতে পড়ুন : http://islamqa.info/en/ref/9037

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ