Call

ইন্টারনেট হচ্ছে তথ্য আদান প্রদানের একটি মাধ্যম । আর নেটওয়ার্ক হচ্ছে এর জাল । জাল ছাড়া যেমন মাছ আটকা পড়ে না তেমনি নেটওয়ার্ক ছাড়া ইন্টারনেটে তথ্য আদান প্রদান করা যায় না । তাই ইন্টারনেট ও নেটওয়ার্কের মধ্য গাছের শাখা প্রশাখার মতো সম্পর্ক রয়েছে । একটা ছাড়া আর একটা চলে না । ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা একেবারে ফারফেক্ট প্রশ্ন । হ্যা ইন্টারনেট আর নেটওর্কের পার্থক্য নেই। প্রথমে যানা প্রয়োজন নেটওয়ার্ক কি ? দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো ম্যাধ্যম দিয়ে একসাথে জুরে দিলে তাড়া নিজেদের মধ্যে তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে । তাহলেই আমরা তাকে নেটয়াওর্ক বলব । আর ইন্টারনেট হলো ভিভিন্ন কম্পিউটার মিলে যে জাল তৈরি করে সেটাই হলো ইন্টারনেট। আপনি যদি মেশ টপলজি লক্ক করেন তবেই মিল টা বুঝতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নেটওয়ার্ক শব্দের অর্থ জালের মতো বিস্তার করা। একাধিক কম্পিউটার একসাথে যুক্ত যে জালের ন্যায় তৈরি করে থাকে নেটওয়ার্ক বলে। আর ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। অর্থাৎ কোটি কোটি নেটওয়ার্ক মিলে জালের ন্যায় যে বন্ধন তৈরি করে তাকে ইন্টারনেট বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ