SChoolWab

Call

না। নবিজী (সঃ) গায়েব জানতেন না। তবে আল্লাহ তায়ালা তাঁকে যা কিছু জানানোর ইচ্ছা করেছিলেন এবং জানিয়েছিলেন, সেগুলা জানতেন।

যেমন, হাসান (র.) এর কারবালার বিষয়টি আল্লাহ তায়ালা তার হাবিব (সঃ) কে জানিয়েছিলেন।

নবীজী গায়েব জানেন, এটা সরাসরি এভাবে বিশ্বাস করলে ঈমান থাকবে না। এটা শিরকী হয়ে যাবে। 

হে ইমানদারেরা, তোমরা আমাকে ভালোবাসতে চাইলে আমার হাবীব (সঃ) কে ভালোবাসো। ___আল কোরআন ।

তাই বলে নবিজী (সঃ) কে আল্লাহর সমকক্ষ বানানো যাবে না।

আল্লাহ তায়ালা সকল গুনাহই ক্ষমা করে দেবেন শিরকীর গুনাহ ব্যাতিত।

আল্লাহ আমাদের সকল্কে হেফাজত করুন। আমীন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না নবীজি গায়েব জানেন না এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আর নবীজি যেসব জিনিস জানেন সেগুলো আল্লাহ তিনাকে ফেরেসতার মাধ্যমে জানিয়ে দিতেন এটাই হলো পার্থক্য

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আল্লাহর রাসুল (সাঃ) গায়েব জানেন না। তিনি গায়েব জানেন একথা বিশ্বাস করলে ঈমান থাকবে না।


আল্লাহ ব্যতীত নভোমন্ডল ও ভূমন্ডলে কেউ গায়েবের খবর জানে না। এবং তারা জানে না যে, তারা কখন পুনরুজ্জীবিত হবে।
:
"সুরা নামল আয়াত ৬৫"
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ