শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তুলসি পাতাঃ- সর্দ্দি, কাশি, ঠাণ্ডা লাগা ইত্যাদি নানা সমস্যায় তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসি পাতার রস কৃমি ও বায়ুনাশক। থানকুনি পাতাঃ- পেটের রোগ নিরাময় করতে থানকুনির কোন বিকল্প নেই, যে কোন পেটের ব্যথা থেকে পরিত্রাণ পেতে হলে এটি নিয়মিত খাওয়া ভাল। নিমপাতাঃ- নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। চামড়ার ইনফেকশন রোধে এছাড়া ব্রুণ, চুলকানি ও এলার্জি রোধে নিমপাতা অনেক কার্যকর। তেজপাতাঃ- হজমে সহায়ক, কমাতে পারে খুশকি। সর্দিকাশি বা ফ্লু এড়াতে তেজপাতার ‘অ্যান্টিমাইক্রোবায়াল’ উপাদান শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রদাহ কামাতে সহায়ক। পাথরকুচিঃ- পাথরকুচি পাতার রস শিশুর ঠান্ডা জ্বর সর্দিতে খুব ভালো কাজ করে। পাথরকুচি পাতা কিডনি এবং গলব্লাডারের পাথর অপসারণ করতে সাহায্য করে। পুদিনাপাতাঃ- রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস এক সাথে মিশিয়ে ত্বকে লাগালে উপকার পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ