অনেক কৃষক পরিবার, তারা শুধু পান চাষে উপর সংসার চলে। কিন্তু পানের লতা পচা রোগ লাগাতে তারা দিশেহারা। যেমন.চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর, ঝিনাইদহ,
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি হয়তো নিচের রোগের কথাই বলছেন....


রোগের নাম : গোড়া-লতা ও পাতা পচা (Foot rot/vine rot and leaf rot)

রোগের কারণ : ফাইটোফথোরা প্যারাসাইটিকা (Phytophthora parasitica)নামক ছত্রাক।

রোগের বিস্তার : কম ম্যাগনেসিয়াম ও বেশি লবণাক্ত মাটিতে রোগের প্রকোপ বেশি। অবিরত বৃষ্টিপাত হলে এবং আর্দ্র আবহাওয়ায় এ রোগ বিস্তার লাভ করে।


রোগের লক্ষণ :

প্রাথমিক অবস্থায় পাতায় পানি ভেজা হলুদাভ বাদামি রঙের দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগ বিস্তৃত হয়ে বড় হতে থাকে। দাগ পাতার কিনারা হতেও শুরু হতে পারে। অবিরত বৃষ্টিপাত স্থলে রোগটি পাতা হতে বোঁটায় এবং লতায় সংক্রমিত হয়।

আক্রান্ত পাতা ও লতায় এক প্রকার কালো দাগ পড়ে। ওই দাগের মাঝখানে বিবর্ণ হয়ে পচে যায়।

আক্রান্ত পাতা ঝরে পড়ে। পরে গাছের শিকড়, লতা ও পাতা পচে এক প্রকার দুর্গন্ধ নির্গত করে!

আক্রমণ বেশি হলে গাছ মারা যায়।


রোগের প্রতিকার :

রোগাক্রান্ত গাছের পাতা তুলে পুড়ে ফেলতে হবে।

রোগমুক্ত লতা বীজ হিসেবে ব্যবহার করতে হবে।

রোগ প্রতিরোধী জাত বারি পান-২ চাষ করতে হবে। ঘন ঘন সেচ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ট্রাইকোডার্মা জীবাণু সার ৫ গ্রাম হারে প্রতি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।

বরজে রোগ দেখা দিলে রিডোমিল গোল্ড অথবা কমপেনিয়ন প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়াসহ সব গাছে ১০ দিন পর পর ২ থেকে ৩ বার স্প্রে করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লিটার পানিতে ফলিকুর ৫ মিলি এবং মেলাডি ডুও ২০ গ্রাম একসঙ্গে মিশিয়ে পানের লতা ও পাতা ভিজিয়ে সপ্তাহে ১-২ বার স্প্রে করতে হবে। আরো বিস্তারিত জানতে-https://baisc.wordpress.com/কৃষি-সমস্যা-ও-সামাধান/অথকরী-ফসল/পান/প্রশ্নের-উত্তর/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
almasali

Call

প্রতি ৪ দিন পরপর ১ মি:লি: ১ লিটার পানিতে এমিস্টার টপ বা টিল্ট বা নোইন ভালভাবে স্প্রে করতে পারেন।বৃষ্টির পানি যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ