শেয়ার করুন বন্ধুর সাথে

সচরাচর কোনো উপসর্গ থাকে না। যদি মূত্রনালি সংক্রমিত হয়, তাহলে আপনার এসব উপসর্গ থাকতে পারে-


* পুরুষাঙ্গের মাথা থেকে রস নিঃসৃত হওয়া।


* প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া করা।


* এপিডিডিমিসে সংক্রমিত হলে অন্ডকোষে ব্যথা করে।


প্রোস্টেট গ্রন্থি সংক্রমিত হলে যেসব উপসর্গ দেখা দেয়, সেগুলো হচ্ছে-


* মূত্রনালি থেকে নিঃসরণ।


* প্রস্রাব করার সময় কিংবা প্রস্রাবের পর ব্যথা বা জ্বালাপোড়া করা অথবা অস্বস্তি বোধ করা।


* যৌন সঙ্গমের সময় কিংবা যৌন সঙ্গমের পর ব্যথা করা।


* পিঠের নিম্নভাগে বা কোমরে ব্যথা করা।


কখনো কখনো প্রোস্টেট কিংবা এপিডিডিমিসের সংক্রমণ হঠাৎ তীব্র হয়। এ ধরনের সংক্রমণের ফলে জ্বর হয় অথবা অসুস্থতার অন্য লক্ষণগুলো দেখা দেয়। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসা প্রয়োজন হয়।


পায়ুপথ সংক্রমিত হলে যেসব উপসর্গ দেখা দেয়-


* পায়ুপথের চারপাশে জ্বালাপোড়া করা।


* পায়খানা করার সময় ব্যথা করা।


বিস্তারিত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ