শেয়ার করুন বন্ধুর সাথে
master

Call

এই রোগের উপসর্গগুলি কখনো বোঝাই যায় না, আবার কখনো খুবই সাংঘাতিক হতে পারে৷ ক্ল্যামিডিয়া নামক ব্যাকটেরিয়া থেকে যখন এই সংক্রমণ হয়, তখন মহিলাদের উপসর্গ খুব অল্প থাকে, অথবা একেবারেই থাকে না, যদিও ভেতরে ভেতরে তার জনন অঙ্গগুলির সাংঘাতিক ক্ষতি হয়ে যায়৷ যেসব মহিলা পিআইডি-তে আক্রান্ত হন, তাঁদের ক্ষেত্রে সাধারণ উপসর্গ হল তলপেটে ব্যথা৷ অন্যান্য লক্ষণ ও উপসর্গের মধ্যে আছে জ্বর, দুর্গন্ধযুক্ত অস্বাভাবিক যোনি-স্রাব, বেদনাদায়ক যৌনসঙ্গম, পেচ্ছাব করার সময় ব্যথা ও অনিয়মিত ঋতুস্রাব৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ