পার্সপোট ছারা স্মাট কার্ড দিয়ে কি কোন দেশ ভ্রমন করা যাবে
শেয়ার করুন বন্ধুর সাথে
রুপ

Call

না ভাই পাসপোর্ট ছাড়া স্মার্ট কার্ড দিয়ে কোন দেশে ভ্রমন করতে পারবেন না। স্মার্ট কার্ডের সুবিধা : যেসব সেবার ক্ষেত্রে প্রযোজ্য যে ২২ টি কারণে আপনি স্মার্ট কার্ডের সুবিধা বেবহের করবেন। স্মার্ট কার্ডের সুবিধা গুলা আপনার নাগরিক সুবিধা গুলো পেতে সাহায্য করবে। স্মার্ট কার্ডটি প্রয়োজন হবে ২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে- ১।আয়করদাতা সনাক্তকরণ নাম্বার পেতে। ২।শেয়ার আবেদন ও বিও হিসাব খোলার জন্য। ৩।ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়নের জন্য। ৪।পাসপোর্টের আবেদনের ও নবায়নের জন্য। ৫।যানবাহনের রেজিস্ট্রেশনের জন্য। ৬।ট্রেড লাইসেন্স এর জন্য। ৭।চাকরির আবেদনের জন্য। ৮।বিমা ও স্কিমে অংশগ্রহনের ক্ষেত্রে। ৯।বিয়ে বা তালাক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে। ১০।স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে। ১১।ব্যাংকের হিসাব খুলতে। ১২।ব্যাংক ঋন গ্রহন বা পরিশোধের ক্ষেত্রে। ১৩।নির্বাচনের ভোটার শনাক্ত করতে। ১৪।সরকারি ভাতা উত্তোলনের ক্ষেত্রে। ১৫।সরকারি ভর্তুকি দেয়ার ক্ষেত্রে। ১৬।বিভিন্ন সাহায্য-সহযোগীতার ক্ষেত্রে। ১৭।টেলিফোন-মোবাইলের সংযোগের ক্ষেত্রে। ১৮।ই-টিকেটিং এর জন্য। ১৯।শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে। ২০।আসামী ও অপরাধী শনাক্তকরনের ক্ষেত্রে। ২১।আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার ক্ষেত্রে, এবং ২২।সিকিউরড ওয়েবে লগ-ইন করার জন্য।  ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্ব ভরে’- এ স্লোগানকে সামনে রেখে নিরাপত্তা বৈশিষ্ট্য, কার্ডের প্রয়োজনীয়তা ও নাগরিক সেবার বিষয়ে জানানো হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ