Call

বিবাহ করে আর্মি চাকুরি নেয়া জায়েজ। বেতন ও হালাল। তবে যদি (টাকা, ঘুষ) দিয়ে চাকরিতে ঢোকেন তবে তা হারাম। এক্ষেত্রে অন্যের একটি হক নষ্ট হয়েছে। ঘুষ ইসলামে হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি আপনি এই চাকরীটার জন্য বিয়ে করেন

তাহলে এটা যৌতুক হবে তাই ইসলামী হিসেবে এটা হালাল হবেনা
আর যদি বিয়ের আগে এমন কোন চুক্তি না থাকে আর ওরা খুশি হয়ে যদি আপনাকে চাকরীটা দেয় তাহলে হালাল
কারন সেটা হবে উপহার, আশা করি ভুজতে পারছেন 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিবাহের যৌতুক হিসেবে আর্মী চাকরী গ্রহণ করা বৈধ নয়। তবে যদি আর্মি হবার যোগ্যতা ও কাগজপত্র সব ঠিক থাকে তাহলে আর্মি চাকরীর বেতন হালাল হবে। আর যদি যোগ্যতা না থাকে; বরং ক্ষমতা বলে কাজ না করে বেতন গ্রহণ করে তাহলে সে বেতন হালাল হবে না। এ ক্ষেত্রে আপনার করণীয় হলো, নিঃশর্ত বিবাহ করা। কোনো ধরনের শর্ত করবেন না। নিঃশর্ত বিবাহের পর যদি তারা খুশি হয়ে বৈধ পন্থায় কোনো চাকরীর ব্যবস্থা করে দেয় তাহলে তাতে আপনার যোগ্যতা থাকা সপেক্ষে কোনো সমস্যা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ