blogger vs wotdpress এই দুটোর সুবিধা ও অসুবিধা গুলো কি কি? আর blogger রে কি রেজিষ্টেশন সিষ্টেম করা যায় যাকে যেকেউ রেজিষ্টেশন করে ব্লগে পোষ্ট করতে পারে। রেজিষ্টেশন চালু করব কোন অফশোন থেকে
Share with your friends
Call

ব্লগিং এর জগতে অত্যন্ত পরিচিত এবং নির্ভরযোগ্য দুটো CMS (Content Management System) হল WordPress এবং Blogger.  WordPress হল একটু Advanced লেভেলের ব্যবহারকারীদের জন্য। অসাধারণ সব Theme, নানারকম option আর উন্নত মানের কোডিং এর সাহায্যে এটি খুব সহজেই আপনার সাইটকে প্রফেশনাল লুক দিতে পারে । আর এ জন্যই অনেক নামী দামী সাইট ও এটা দিয়ে বানানো।  অন্যদিকে blogger এ অপশন কিছুটা কম। কিন্তু নতুনদের জন্য এটা best choice. এটা ম্যানেজ করাও অনেক সহজ। WordPress এর চাইতে ঝামেলা কম।  WordPress এ কোড এডিট করতে গেলে আপনাকে Premium গ্রাহক হতে হবে। মানে একটা বাৎসরিক ফি দিতে হবে। কিন্তু blogger এ এমন কোন ফি লাগেনা। একদম ফ্রী। আর blogger থেকে চাইলে যে কোন সময়ে আপনি আপনার post সমূহ WordPress সাইটে ট্রান্সফার করতে পারবেন। কাজেই আপনি নতুন ব্লগার হলে আমার পরামর্শ হলো blogger দিয়ে শুরু করুন। বাকিটা আপনার ইচ্ছা।  আর আপনার শেষ প্রশ্নের উত্তর হল blogger এ এমন অপশন নেই। আপনাকে Manually লেখক এড করে নিতে হবে। আপনি আগ্রহী লেখকদের settings  থেকে এড করে দিতে পারবেন। আর চাইলে এডমিন ও যোগ করতে পারবেন।  আশা করি আপনার উত্তর পেয়েছেন। এরপরও কিছু জানতে হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App