কম্পিউটারের গ্রাফিজ কার্ডের কাজ কি
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এখনকার সময়ের পিসির বিল্ট ইন গ্রাফিক্স খুবই উন্নত। তাই আলাদা গ্রাফিক্স কার্ড না লাগিয়েই আমরা প্রায় সকল কাজ সম্পন্ন করতে পারি।  কিন্তু High End গেমস (যেমন GTA V) খেলতে গেলে বা শক্তিশালী ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করার ক্ষেত্রে আলাদা গ্রাফিক্স কার্ড লাগাতে হয়। কারণ আপনার মাইক্রো প্রসেসর নানা রকম ক্যালকুলেশন নিয়ে ব্যাস্ত থাকে। এই অবস্থায় যদি তাকে বড় ধরণের গ্রাফিক্সের কাজ চাপানো হয় তাহলে সে কাজ করতে পারবে না। আর ওইসব সফটওয়্যার গুলোও রান করবে না।  এক্ষেত্রে যদি আলাদা গ্রাফিক্স কার্ড থাকে তাহলে কাজের ভারটা এর উপরে পড়বে। আর মাইক্রো প্রসেসর নির্বিঘ্নে তার ক্যালকুলেশন চালিয়ে যাবে। আর পিসিও কিছুটা দ্রুতগতিতে কাজ করতে সক্ষম হবে।  সোজা কথা হল Graphics Card আপনার পিসির display capacity কে উন্নত করবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ