অ্যানড্রয়েড ফোনের ফরমেট হওয়া মেমোরি কার্ডের সকল কিছু ফেরত আনার নতুন কোন অ্যাপস বা পদ্বতী আছে কিনা?

শতভাগ কার্যকরী


শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন । http://piriform.com/recuva তারপর, ধাপ-১: প্রথমেই আপনাকে আপনার যে মেমরি কার্ড রিকভার করতে চান ওই মেমরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না এই বিষয়টি নিশ্চিত করতে হবে। মেমোরি কার্ডে আগের মুছে যাওয়া স্থানে নতুন কিছু না রাখলে তা সেভাবেই থাকে সাধারণত, কারন একবার নতুন করে কিছু অ্যাড করলেই কার্ডে খালি স্মৃতিতে আগের ডাটা গুলো আর থাকবেনা। ধাপ-২: উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ধাপ-৩: ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে, এই তালিকায় ছবি, ডাটা, গান, মুভি এমন অনেক কিছুই থাকবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মত পছন্দ করতে পারবেন। আপনার মুছে যাওয়া ডাটার যা যা রিকভার করা লাগবে তা তা রিকভার করতে পারবেন, তবে আপনি যদি আপনার প্রিয় কোন ছবি ফিরিয়ে আনতে চান তবে সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর পরের ধাপে যেতে Next বাটনে ক্লিক করুন। ধাপ-৪: এবার আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন। ধাপ-৫: এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। জেপিইজি, পিএসডি, পিং ইত্যাদি। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে ‘Switch to advanced mode’ বাটনে ক্লিক করুন, এখানেই আরো অনেক অপশন পাবেন সেখান থেকে জেপিইজি, পিএসডি, পিং আপনার যা লাগবে নির্ধারণ করে দিন। ধাপ-৫: এবার আপনাকে ‘Recover’ বাটনে ক্লিক করে সেভ হওয়ার স্থান দেখিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ সময় নিন, সব ফাইল রিকভার হতে সময় লাগবে কিছু সময়। অস্থির হবেন না, কিছু সময় পরেই আপনাকে নটিফিকেশান জানাবে সফটওয়্যার। এবার আপনার সেভ হওয়ার জন্য নিরধারিত সেভ হওয়া স্থানে গিয়ে ডাটা দেখে নিন ঠিক আছে কিনা! সূত্র- piriform.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

☞Delete হওয়া বা Format মেমোরি কার্ডের
ডাটা ফিরিয়ে আনুন
অনেক সময় আমরা মেমরীকার্ডের বিভিন্ন
ফাইল
ডিলিট করে ফেলি।
ককখনো বা মেমোরি ফরমেট
করে ফেলি। ফলে অনেক গুরুত্বপূর্ণ ফাইল
আমরা হারিয়ে ফেলি। তবে এবার
থেকে আপনারা Delete হওয়া ফাইল আবার
ফিরিয়ে করতে পারবেন।
===================
>>এর জন্য যা করতে হবেঃ
===================
(১) সর্বপ্রথম আপনার ফোনটি Rooted
হতে হবে।
(২) এরপর Hexamob Recovery PRO
অ্যাপটি Download
করে নিন।
Hexamob Recovery Pro:-
******************
Download Link:
******************
http://www37.zippyshare.com/v/8173849/file.html
(৩) এবার অ্যাপটি ইনস্টল করে, Root Permission
চাইলে Grant করুন।
(৪) অ্যাপের কাজ শেষ। এরপর কখনো ফাইল
ডিলিট
হলেঃ
(৫) Appটি Open করে Selective Recovery ক্লিক
করুন।
(৬) এরপর Search In এ মেমোরিতে কার্ড
Select করুন
(যেটা থেকে কিছু ডিলিট হয়েছে)।
(৭) এবং Save To তে মেমোরি কার্ড Select
করুন
(যেখানে Delete হওয়া ফাইল Save
করতে চান)।
(৮) এরপর Next এ ক্লিক করে Wait করুন।
দেখবেন
ডিলেট হওয়া ফাইলগুলো খুঁজে বের করছে।
(৯) খোঁজার কাজ শেষ হলে Select All
বা যেটা ফিরিয়ে আনতে চান
সেটা Select করে,
Recovery তে ক্লিক করলেই, ফাইলটি পুনরায়
ফেরত
পাবেন (Recovered নামের
ফোল্ডারে ফেরত
পাবেন)।
[[Note:-]]
আমার মতে এই Appটি Android এর জন্য
সেরা Recovery Application.. । আর এই
অ্যাপটি ব্যাকগ্রাউন্ড চালু রাখার কোন
প্রয়োজন
নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আছে, তবে এটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করতে হবে ।

এপ্স এর নাম হলঃ Data Recovery Software for Pc.

কাজ হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ