আমরা প্রতিনিয়তই কোনো না কোনোভাবে বড় গুনাহ করে থাকি,,,এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য কোনো বিশেষ দোয়া বা জিকির আছে কি???
শেয়ার করুন বন্ধুর সাথে
MDshahinur

Call

আপনি আল্লাহর কাছে তওবা পড়ে নিন , নিস্বয় আল্লাহ তা আলা তওবা কারিকে পছন্দ করেন। আল্লাহ ক্ষমা করতে ও পাড়ে। তওবা করার পড় এমুন কাজ কখনো করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি তাওবা করে নিন যে জীবনের প্রত্যেক কাজের জবাবদিহি শুধু আল্লাহর নিকট করতে হবে এ বিশ্বাস হৃদয়ে-মনে সবসময় জাগ্রত রাখা এবং যে কাজে আল্লাহ সন্তুষ্ট হন সে কাজ করতে এবং যে কাজ আল্লাহ অসন্তুষ্ট হন সে কাজ থেকে বিরত থাকতে সর্বদা চেষ্টা করতে হবে।


আত্মার গুণাহ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যতম কাজ হলো ইস্তেগফার বা কৃতগুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করা। মানুষ যতবড় অন্যায়ই করুক না কেন যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেন।


পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: "আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি যুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাআবে,সে আল্লাহকে পাবে ক্ষমাশীল,পরম দয়ালু।" (সূরা নিসা :১১০)

কুরআনে আরো বলা হয়েছে:"হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত।(সূরা তাহরীম ৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
amirupu

Call

জিকিরে হবে না

 খাটি দিলে আল্লাহর কাছে তাওবা করতে হবে।  আর ভবিষ্যৎ এ এরকম কাজ করা যাবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কবিরা গুনাহ মানে বড় গুনাহ। এ ধরনের একটি গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দয়াবান আল্লাহ এ কবিরা গুনাহ মোচনেরও ব্যবস্থা রেখেছেন। আর তার জন্য সুনির্দিষ্ট কোনো দুআ বা জিকির নেই যে সেগুলো পাঠ করলেই অটোমেটিক কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ মোচনের একমাত্র মাধ্যম হলো তাওবা। পোষাক আষাক ও পানাহারকে হালাল করে গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কায়মনোবাক্যে আল্লাহর নিকট দুআ প্রার্থনা করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ কবিরা গুনাহও ক্ষমা করে দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না।যদি তওবা করে মাফ চান,তবে তার জন্য কোনো আলাদা দোয়া পড়তে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ