একনায়ক ও গণতন্ত্রের পার্থক্য
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গণতন্ত্র হলো জনগণের শাসন লর্ড ব্রাইসের মতে "যেখানে শাসন ব্যবস্থা কোন শ্রেণীর হাতে ন্যস্ত না থেকে সমগ্র জনগণের উপর থাকে তাকে গণতন্ত্র বলে"| অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে জনগণের দ্বারা সরকার গঠিত হয় এবং পরিচালিত হয়|জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়| একনায়কতন্ত্র হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থার সম্পূর্ণ বিপরীত|এখানে জনমতের কোন মূল্য নেই|ব্যক্তি বা বিশেষ শ্রেণীই রাষ্ট্রের সর্বসর্বা| একনায়কতন্ত্র এমন এক শাসনব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ