শেয়ার করুন বন্ধুর সাথে

ফর্সা হওয়ার জন্য ছেলেদের ঘরোয়া ৬টি টিপস !

যে কোনো উপায়ে ফরসা হওয়া চাই, গায়ের রং কালো থেকে কিভাবে ফর্সা হওয়া যায়, ছেলেদের ফর্সা হওয়ার উপায় কি, স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি ঘরোয়া উপায়, সহজ নিয়মে গাঁয়ের রঙ ফর্সা হওয়ার উপায়! সহজে ফর্সা হওয়ার উপায়, প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার সহজ উপায়, স্থায়ীভাবে ফর্সা হওয়ার দুটি উপায়, মধুর উপকারিতা,লেবুর রসের উপকারিতা,কলার উপকারিতা,বেসন এর উপকারিতা ব্যাবহার, কালো দাগ দূর করার উপায়,উজ্জলতা বাড়ানোর নিয়ম,

(১) ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ মধু,
১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ
বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫
মিনিট লাগিয়ে রাখুন।
তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি মুখে উজ্জ্বলতা
আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে।

(২) বেসন, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রণ
মুখে,গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে
ধুয়ে ফেলুন।
সপ্তাহে ২ বার এটা লাগান, আপনার গায়ের রঙ
অবশ্যই উজ্জ্বল হবে।

(৩) আপনার যদি টমেটোতে অ্যালার্জি না থেকে
থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের
সাথে টমেটোর ক্বাথ মিশিয়ে মুখে এবং গলায়
ব্যবহার করুন।
ফর্সা ত্বকের জন্য আর ১৫ মিনিট পর ধুয়ে
ফেলুন।

(৪) আধা কাপ চায়ের লিকার (ঠাণ্ডা),২ চামচ চালের
গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।
চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর
মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।

(৫) শশার রস আর মধু সমান পরিমাণ নিয়ে ১৫ মিনিট
মুখে লাগিয়ে রাখুন।
এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।
তৈলাক্ত ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে
হবে।
(৬) সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান
আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন।
মুখে লুকিয়ে থাকা সব ময়লা দূর হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ