আমার বয়স ২১ আমি ১ মাস ধরে ঘার ব্যথায় ভুগছি। এর সাথে চোখে ব্যথা, হালকা ঝাপসা দেখা এবং কপালের ২ পাশ ব্যথা করে। এর কোন কারন খুজে পাচ্ছি না। প্রেসার ৭০/১০০-১১০ থাকে!
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঘাড়ে দুই ধরনের ব্যথা হয়,
১.লোকাল বা স্থানীয় ব্যথা এবং
২. রেফার্ড পেইন বা দুরে ছড়িয়ে যাওয়া ব্যাথা।
ঘাড় ব্যথার কারণ : অনেকগুলি কারনে ঘাড়ে ব্যাথা হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য –
১. সারভাইক্যাল স্পনডাইলোসিস
২.সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা
হারনিয়েশন যেখানে হারনিয়াটেড
ডিস্ক নার্ভ এর উপর চাপ প্রয়োগ করে
৩.মাংসপেশি, হাড়, জোড়া,
লিগামেন্ট, ডিস্ক (দুই কশেরুকার
মাঝখানে থাকে) ও স্নায়ুর রোগ বা
ইনজুরি
৪.অস্বাভাবিক পজিশনে নিদ্রা বা
অনিদ্রা
৫.উচ্চ রক্তচাপ ও হƒদরোগ
৬.হাড় ও তরুণাস্থির প্রদাহ এবং ক্ষয়
৭. অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় ও
ভঙ্গুরতা রোগ
৮.হাড় নরম ও বাঁকা হওয়া
৯.সারভাইক্যাল অস্টিও-আর্থ্রাইটিস
১০.সামনে ঝুঁকে বা পাশে কাৎ হয়ে
ভারী কিছু তুলতে চেষ্টা করেছেন
১১.হাড়ের ইনফেকশন
১২.ডিস্কাইটিস (ডিস্কের প্রদাহ)
১৩.পেশাগত কারণে দীর্ঘক্ষণ ঘাড় নিচু
বা উঁচু করে রাখলে যেমন ডেস্কে বসে
কাজ করা, কম্পিউটার নিয়ে কাজ করা,
টেলিফোন অপারেটর ইত্যাদি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ