শেয়ার করুন বন্ধুর সাথে

ভারী কন্ঠ বলতে কর্কশ বা মোটা গলাকে(কন্ঠ) বোঝায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কন্ঠ ভারী হচ্ছে গম্ভীর কন্ঠস্বর। এটাকে চিকন কন্ঠস্বর বলা

যায় না। মেডিকেল  এর তথ্য অনুযায়ী, সাধারণত সকল

পুরুষের কন্ঠস্বরকে ভারী কন্ঠস্বর আর নারীর কন্ঠস্বরকে

চিকন কন্ঠস্বর হিসেবে ধরা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কন্ঠ/মুখ ভার/ ভারী বলতে কষ্টে বা টেনশনে মানুষ যেভাবে কথা বলে। যেমন, কেউ প্রশ্ন করছে কেমন আছো সে সাধা সিধা জবাব দিয়েছে এবং জবাবে কিছুটা উদাসীন ছিল এবং কন্ঠ এর আওয়াজ স্বাভাবিক নয় তখন সাধারণত কন্ঠ ভার/ মুখ ভার বলে থাকে। তবে মুখ ভার কথাটি অভিমানের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ