তলপেটের ডান পাশে অনেক ব্যথা,হাটতে গেলে বেশি ব্যথা অনুভূত হচ্ছে।

ডাক্তার দেখালে কোন বিভাগে দেখাবো


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্যথা বিভিন্ন কারনে হতে পারে । গেস্টিক এর ব্যথাও হতে পারে ।

নিচের লক্ষনগুলো থাকলে এপেন্ডিসাইটিস।

১. ব্যথা নাভীর চারপাশে অথবা পেটের উপরিভাগে শুরু হওয়া এবং ২-৩ ঘন্টা পর এ ব্যাথা সরে এসে নাভির ডান পাশে অবস্খান নিয়েছে। ২. হাঁচি-কাশি দিলে নাভির ডান পাশে ব্যথা হয়। ৩. বমিভাব বা দু-একবার বমি হতে পারে। ৪. ক্ষুধা নেই। ৫. হালকা জ্বর ভাব। ৬. কনস্টিপেনশন এবং কিছু ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। ৭. পরীক্ষা করলে নাভির ডান দিকে চাপ দিলে ব্যথা অনুভব করবে বা ব্যথার জন্য ধরাই যাবে না

আরো বিস্তারিত জানতে....................... নিচে ক্লিক 

https://edubangla.wordpress.com/2007/05/02/%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%B2%E0%A6%95/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ