mahim_khan

Call

হা আছে আপনি যেই  ওয়াইফাই টা ব্যবহার করছেন তার web site থেকে দেখা জাই।

যেমন

আমি tplink এর রাওটার ব্যবহার করি তো আমার পাসওয়ার্ড যদি আপনি দেকতে চান তাহলে প্রথমে আপনার ডিভাইস টাকে আমার রাওটার এর সাথে কানেক্ট করতে হবে। পরে আপনি যেকোনো browser থেকে TPLINKWIFI.NET যাবেন পরে আপনার User name or Password চাইবে তখন আনি অই খানে user name : admin এবং password :admin দিয়ে প্রবেস করতে পারবেন পরে আপনি Quick setup a click করলে আপনাকে পাসওয়ার্ড দেকতে পারবেন।

এই ভাবে আপনি যেকোনো  wifi এর password দেকতে পারবেন।

আশ করি আপনি আপনার উওর পেয়েছেন 

Talk Doctor Online in Bissoy App
Mdyeacin

Call

  আছে! ১৯২.১৬৪.০.১ দিলে loing page আসবে password  এবং user name admin দিবেন। আথবা router setup page app নামাবেন play store   থেকে। admin change থাকলে root phone লাগবে।আশা করি বজতেছেন।

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

বর্তমানে লেটেষ্ট ডিভাইস গুলোতে ওয়াইফাই সেটিং এ গেলে ট্যাপ টু শেয়ার একটা অপশন পাওয়া যায়।

অইটাতে টাচ করলে একটা বারকোড শো করে।

অই বারকোড টি বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলে

পাসওয়ার্ড শো করে।

image

Talk Doctor Online in Bissoy App