Share with your friends
Call

RAM Random Acces Memory এ মেমরিকে ভলাইটাল ধরা হয় এটা আপনার মেমরির মত কাজ করে যেমনটা আমরা বাজার থেকে মেমরি কিনে ব্যাবহার করি। ROM Read Only Memory যা কোম্পানী প্রদন্ত । এটা পরিবর্তনের কোন সুযোগ নেই । এ মেমরি যত বেশি হবে তত বেশি এ্যাপস ইনস্টল করতে পারবেন, বেশি গ্রাফিস্কের গেমস খেলতে পারবেন । মনে করেন আপনি মোবাইলে একটি কাজ করতে করতে সেটা হাইড করে আবার অন্য একটি এ্যাপস চালু করে কাজ করছেন এটা করতে পারছেন আপনার মোবাইলের রম এর স্থৃতিব্যাবস্থার কারণে ।

Talk Doctor Online in Bissoy App

Ram এর কাজ হলো মোবাইল শক্তিশালি করা যত বেশি Ram হবে তত বেশি শক্তিশালি হবে অার Rom হলো মোবইলে কিছু তথ্য বা গান মুভি ইত্যাদি ধরে রাখার মাধ্যম। 

Talk Doctor Online in Bissoy App