Call

রকেট বলতে এখানে দ্রুত মোবাইল ব্যাংকিং বোঝানো

হয়েছে।



বিভিন্ন জনের কাছে এক একটা প্রিয়।

তবে এটায় আসলে একটু বাড়তি সুবিধা আছে।

বিকাশে ১০০০ টাকায় কাটে ২০ টাকা।

আর রকেটে ১০০০ টাকায় কাটে ১০ টাকা।

রকেট দিয়ে বাংলালিংক সিমে আই টপ আপ করা যায়।


বিঃদ্রঃ আমার কাছে অনেক সুবিধা মনে হয়,

আপনার কাছে কি রকম লাগবে জানিনা 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি রকেট ২০১১সাল থেকে ব্যবহার করছি।এর সুবিধা সমূহ ১.টাকা তোলার জন্য সব থেকে কম রেট(১০০০এ ১০টাকা,এর চেয়ে মোবাইল ব্যংকিং এ কম খরচ থাকতে পারে তা কিন্তু বিকাশ,রকেট এর মত এজেন্ট ও এটিএম সহজলভ্য  নয়)  ২.ডাচ-বাংলা ব্যাংক এর আকাউন্ট সাথে লিংক করে নিলে সেখান থেকে টাকা আনতে পারবেন আবার জমা দিতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ