শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার প্রিয় মানুষটি কি আপনার কাছ থেকে হারিয়ে গেছে? তাহলে ৫টি নিয়ম অনুসারে এগিয়ে যান। হারিয়ে যাওয়া মনের মানুষটিকে অবশ্যই ফিরে পাবেন- ১. যোগাযোগ করুন : তার সাথে অনেকদিন যোগাযোগ না হলে প্রথমেই ফোন করে বলার দরকার নেই যে আপনি তাকে আবার কাছে পেতে চাইছেন। এমনিতেই যোগাযোগ করুন। খোঁজ খবর নিন। বলতে গেলে আবার প্রথম থেকে শুরু করেন। সে খেয়েছে কি না, কেমন আছে, বাবা মা কী করছে এভাবে খোঁজ খবর নিতে থাকুন। দেখবেন তার অভিমান আস্তে আস্তে কমে যাবে এবং আপনার কাছে ফিরে আসবে। ২. পুনরায় বিশ্বাস স্থাপন করুন : আপনার উপর থেকে বিশ্বাস এই দীর্ঘদিনের গ্যাপে একেবারে উঠে গেছে। তাকে ফিরে পেতে চাইলে এই বিশ্বাসটুকু আবার অর্জন করতে হবে। তাকে বিশ্বাস করান যে আপনি তার কাছে আগে যেমনটি ছিলেন এখনও তেমনই আছেন। এক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন। যতদিনে তার আপনার প্রতি বিশ্বাস জন্মে ততদিন অপেক্ষা করুন। বিশ্বাসটা অর্জন করতে হবে আপনার ভালোবাসা দিয়েই। ৩. দেখা করুন : আপনার প্রতি তার হালকা বিশ্বাস তৈরি হলে তার সাথে দেখা করুন। দেখা হওয়ার পরে তার সাথে অনেক কথা বলুন। তাকে বোঝান তাকে ছাড়া আপনার এই দুই মাস অনেক খারাপ কেটেছে। তাকে মনে পড়েছে সবসময়। প্রতিটা মুহূর্ত ঠিক কিভাবে কেটেছে তার একটি বিবরণ দিন। তারপরে আপনি জিজ্ঞাসা করুন সে কেমন ছিল এতটা সময়। আপনার কথা মনে পড়েছে কি না। এভাবে একটি দীর্ঘ আলাপ জমিয়ে ফেলুন। ৪. ভুল স্বীকার করুন : আপনার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির সাথে দেখা হলে তার কাছে আপনার ভুল স্বীকার করুন। আপনি যদি কোনো ভুল না করেও থাকেন তারপরও তাকে অনেক ভালোবাসেন এই ভেবে নিজেই ভুলগুলোকে নিজের ঘাড়ে তুলে নিন। এতে করে দেখবেন আপনার এই নত হওয়া দেখে সে-ই স্বীকার করবে যে আসলে তারই ভুল ছিল। এতে করে আপনাদের মাঝের ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে যাবে। ৫. চমক দিন : প্রতিটি ভালোবাসার সম্পর্কে চমক বিষয়টি সম্পর্কগুলোকে আরও অনেক বেশি গাঢ় করে তোলো। যেকোনো চমকই আনন্দের সৃষ্টি করে। আপনি আপনার হারিয়ে যাওয়া মানুষটিকে যেকোনো ধরনের চমক দিতে পারেন। কোনো গিফট, ফুল বা অন্য কোনো সারপ্রাইজ যেগুলো তাকে অনেক বেশি খুশি করবে। এমন ধরনের চমক পেলে আপনার প্রিয় মানুষটি আপনার কাছ থেকে আর কোনোদিনই হারিয়ে যাবে না এটা নিশ্চিতভাবেই বলা যায়। সূত্র- ইন্টারনেট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ