ঘন ঘন বীর্য নির্গত হলে (যেমন অনেক পুরুষ দৈনিক ২/৩ বার শাররীক মিলন করেন) বীর্য পানির মত পাতলাও দেখা যেতে পারে। এমন কি মাঝে মাঝে মিলনকালে একফোঁটা বীর্যও না আসেতে পারে। এটি কোন রোগ নয় - ইংরেজীতে একে বলা হয় ড্রাই ওরগ্যাজম। বীর্যের ঘনত্ব কিংবা সময়ের সাথে সন্তান ধারনের তেমন কোন সম্পর্ক নেই।... বীর্যে শতকরা ২০ ভাগ শুক্রানু জীবন্ত থাকলেই বাচ্চা জন্ম দেয়া সম্ভব। এবং নারীর যোনীমুখ বীর্য পড়লেই তা ঘন্টায় ২৫ কিঃমিঃ বেগে যৌনাঙ্গের ভিতর সাঁতার কাটতে কাটেতে ঢুকে যায়। নারী যৌনাঙ্গে শুক্রানু ৩ দিন পর্যন্ত জীবিত থাকে। এই সময়ের মধ্যে নারীর ডিম্বানু বের হলে শুক্রানু তাকে নিষিক্ত কারার প্রতিযোগীতা শুরু করে। তাই কতক্ষন মিলন করলেন তা সন্তান জন্ম দেয়ার সাথে সম্পর্কিত নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

২/১ মিনিটে বীর্য নির্গত হলেও বাচ্ছা হওয়ার সম্ভাবনা আছে। বীর্যের নির্দিষ্ট পরিমাণ শুক্রানু নাথাকলে বাচ্ছা হওয়ার সম্ভাবনা নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SINAYEEM

Call

1 মিনিটে বীৰ্যপাত হলেও ও বাচ্চা সম্ভব যদি বীৰ্যে শুক্রানুর পরিমাণ ঠিক থাকে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ