শেয়ার করুন বন্ধুর সাথে

হারাম শব্দটি আরবী। যার অর্থ নিষিদ্ধ কাজ। যে কাজ করলে পাপ হয়। আর নাইজেরিয়ায় পশ্চিমা ঔপনিবেশিক শাসকদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে স্থানীয় হাউসা ভাষায় বলা হয় ‘ইলিমিন বোকো’। তবে পশ্চিমা শিক্ষা ব্যবস্থাকে বোঝাতে সংক্ষেপে বোকো শব্দটিরও ব্যবহার করা হয়। তার মানে বোকো হারাম শব্দদ্বয়ের অর্থ হল পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ বা পাপের কাজ। নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠি বোকো-হারাম। সংগঠনটির আরবি নামঃ জামায়াতু আহলিস সুন্নাহ লিদ্দাওয়াতি ঔয়াল জিহাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ