স্বামী স্ত্রী একে অপরকে প্রেমের গান গেয়ে শোনাতে পারে। তবে তাতে শর্ত হলঃ যেন তার সাথে বাজনা না থাকে এবং তারা ছাড়া অন্য কেউ তা শুনতে না পায়। এমনকি তাদের সন্তানরাও তা না শোনে। কারণ এটিও এক প্রকার স্পর্শ ও চুম্বনের মতো মিলনের ভূমিকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গানের কথা যদি অশ্লীল, উস্কানীমূলক, বিদ'আত, না হয়; এবং এর সাথে যদি বাজনা বা যন্ত্রসংগীত না থাকে তবে গান করার অনুমতি আছে। আর বাজনা ইসলামী শরীয়াহ্ মতে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। কারণ বাজনা বা যন্ত্রসংগীত মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়, ইবাদত থেকে দুরে নিয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহপাক বলেন মানুষের মধ্যে এমন কতক লোকও আছে যারা মন ভোলানো কথা খরীদ করে আনে(সুরা লোকমান)মেয়েদের নাম নিয়ে যে গান করা হয় তা হারাম (মুসনাদে আহম্মদ)যে গানে অশ্লীল কথা,কুফুরী কথা মিশ্রিত সে রকম গান করাও জায়েয নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ