না, এমতাবস্থায় কারোরই কুরবানি কবুল

হবে না। কুরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত 

হল- সবার উপার্জন হালাল হওয়া। যে কোনো

এক শরিকের টাকা হারাম হলে তারটার

সাথে সাথে অন্যান্য সব শরিকের কুরবানিই

নষ্ট হয়ে যায়। তাই শরিকানা কুরবানি দিতে

খুবই সতর্কতা কাম্য। এমন যেন না হয় যে,

আপনার হালাল টাকার কুরবানি অন্যজনের

হারাম টাকার কারণে আল্লাহর কাছে কবুল

হল না!

যদি সব শরিকের হালাল টাকা না পাওয়া যায়,

তাহলে একা একা কুরবানি দেওয়া উত্তম।

সেক্ষেত্রে একটা ছাগল হলেও ভালো। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ