Call

কিছু কিছু ডায়োড আছে যাদেরকে ফরওয়ার্ড বায়সে রেখে উপযুক্ত ভোল্টেক প্রধান করলেই এর মধ্যে দিয়ে আলো নির্গত হয়, তখন এ ধরনের ডায়োডকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড (Light Emitting Diode) বা সংক্ষেপে L.E.D.। এই L.E.D. এর মধ্যে দিয়ে ভোল্টেজের মান বাড়ালে-এর আলোর তীব্রতা বেড়ে যায়। তবে, খুব কম মাত্র ১ থেকে ২.৫ ভোল্টে এগুলি কাজ করতে সক্ষম। L.E.D. থেকে নানা রং-এর আলো পাওয়া যায়, যেমনঃ লাল, হলুদ, সবুজ ইত্যাদি। দামে সস্তা ও সহজে পাওয়া যায় বলে বর্তমানে বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রে L.E.D. ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

Talk Doctor Online in Bissoy App