শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডায়োড প্রধানত ব্যবহার করা হয় A.C. ভোল্টজকে D.C. তে রূপান্তর করতে। আর এই A.C. কে D.C. করবার ঘটনাকে বলা হয় একমুখিকরণ বা রেকটিফিকেশন (Rectification) এবং এ ধরনের ডায়োডকে বলা হয় রেকটিফায়ার ডায়োড। রেকটিফায়ার একটি ডিভাইস বা সার্কিট কিন্তু রেকটিফিকেশন হলো উক্ত ডিভাইস বা সার্কিটের কাজ করার পদ্ধতি। অধিকাংশ ইলেক্ট্রনিক কাজেই D.C. Supply-এর প্রজোয়ন হয়। এই কাজে ব্যাটারী ব্যবহার করলে অনেক বেশী খরচ পরে।তাই বাণিজ্যিক ভিত্তিতে A.C. সরবরাহ হতে বিভিন্ন মানের D.C. পাবার জন্যই রেকটিফায়ারের প্রয়োজন হয়। তাই রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়। এই রেকটিফায়ার ব্যবহার করে রেগুলেটিভ D.C. Power Supply ইউনিট তৈরী করা সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ