Share with your friends
Call

বিভিন্ন ইলেক্ট্রনিক্স সার্কিটে কখও কখও স্থির ও অপরিবর্তনীয় D.C. ভোল্টেজের প্রয়োজন হয়। এই বিশেষ ধরনের ডায়োডের নাম হল জেনার ডায়োড (Zener Diode)। স্থির ও অপরিবর্তনীয় D.C. ভোল্টেজের অর্থঃ হলো, সার্কিটের INPUT-এ ভোল্টেজের সামান্য পরিবর্তন হলেও OUT PUT এ সবসময় একটা নির্দিষ্ট D.C. ভোল্টেজ পাওয়া যাবে। এই স্থির ও অপরিবর্তনীয় D.C. ভোল্টেজকে ইংরেজীতে বলা হয়।“স্টেবিলাইজ্‌ড D.C. ভোল্টেজ”। আর এই কাজটি জেনার ডায়োড করে বলে একে কখও কখও “ভোল্টেজ স্টেবিলাইজ্‌ড ডায়োড” বলা হয়। বিভিন্ন রকম ভোল্টেজের জন্য বিভিন্ন রকমের জেনার ডায়োড আছে । আপনার যে ভোল্টেজের দরকার হবে, সেই ভোল্টেজের জেনার ডায়োড সংগ্রহ করে নিতে হবে। এখানে আরও একটি কথা আপনাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন যে, জেনার ডায়োডকে কেবলমাত্র শুধু রিভার্স বায়সে কাজ করানোর জন্য ব্যবহার করা হয়। আর এখানেই রেকটিফায়ার ডায়োডের সাথে জেনার ডায়োডের অন্যতম প্রধান পার্থক্য। রেকটিফায়ার ডায়োড সবসময় ফরওয়ার্ড বায়সে কাজ করে। কিন্তু জেনার ডায়োড কাজ করে রিভার্স বায়সে। এখানে আর একটি কথা বলে রাখি, বাইরের থেকে জেনার ডায়োড দেখতে সাধারণ ডায়োডের মতই হয়ে থাকে এবং এরও ক্যাথোডের দিকে কোন বিশেষ চিহ্ন দেওয়া থাকে।

Talk Doctor Online in Bissoy App