শেয়ার করুন বন্ধুর সাথে
ontu

Call

খেলা একধরনের বিনোদনমূলক কর্মকান্ড যা কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং যার সমাপ্তি হয় অংশগ্রহণকারীর জয়-পরাজয়ের মাধ্যমে। যেমন ফুটবল খেলা, জুয়া খেলা, কানামাছি খেলা। পরিকল্পিত লক্ষ্যের দিকে কৌশল অবলম্বনের মাধ্যমে খেলায় অগ্রসর হতে হয়। এতে এক বা একাধিক প্রতিপক্ষ কিংবা এক বা একাধিক দলের অংশগ্রহণ থাকে। কম্পিউটার ভিত্তিক খেলায় প্রতিপক্ষ হয় স্বয়ংক্রিয় অথবা কোনও লক্ষ্য নির্ধারিত থাকে যা অর্জন করতে পারলে খেলা শেষ হয়ে যায়। খেলা শব্দটির অন্য ব্যবহারও হয়। চাতুরি বা ছলনা অর্থে; “আমার সাথে চালাকির খেলা খেলে পার পাবেনা।” কিংবা “ছেলেটি মেয়েটির সাথে প্রেম-প্রেম খেলা খেলছে।” হালকা অর্থে খেলা শব্দটি ব্যবহার হয় এভাবে “আমি খেলার ছলে কথাটি বলেছিলাম, তুমি কষ্ট পাবে বুঝিনি।” সহজ কাজ বুঝাতেও এ শব্দের প্রয়োগ দেখা যায় “এই প্রকল্পের আগাগোড়া আমি জানি। আমার কাছে এর প্রতিটি কাজই খেলা।”

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ