শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ডা. জাকির নায়েক: রমযান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয়,পবিত্র কুরআন বা সহীহ হাদীসে কোথাও বলা হয়নি যে রমযান মাসে বিয়ে করা যাবে না। একজন ব্যক্তি বিয়ে করতে পারেন বছরের যেকোনো সময়। তবে এই রমযান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া,পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে। এটা নির্ভর করবে তাদের উপরে যারা রমযান মাসে বিয়ে করবে । তাদের তখন কি করতে হবে? দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে ভোর বেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত। নিজেদের সংযত রাখতে হবে আর এটাই পরীক্ষা। যদি সংযত রাখতে পারে দিনের বেলা সহবাস থেকে তাহলে বিয়ে করতে পারে তবে রমযান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী তার সাথে সময় কাঁটাতে হবে,যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো রমযান মাসটা শেষ হলে। রমযান মাসে নিশ্চয় সে আল্লাহ তায়ালাকে স্মরণ করবে। তবে এমনিতে রমযান মাসে বিয়ে করাটা হারাম না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ