শেয়ার করুন বন্ধুর সাথে
master

Call

গর্ভাবস্থায় কোনো জটিলতা না থাকলে এই সময় যৌনসংসর্গ করা নিরাপদ৷ যদি গর্ভপাতের(আগে বার বার নিজে থেকে গর্ভপাত হয়ে গিয়ে থাকলে)বা অপরিণত প্রসবের(যদি আগেও অপরিণত প্রসব হয়ে থাকে)ঝুঁকি থাকে, তবে এই সময় যৌনসংসর্গ না করাই ভাল৷ গর্ভাবস্থায় কিছু মহিলার যৌনসংসর্গের ইচ্ছা কমে যায়৷ সেক্ষেত্রে স্বামীকে বোঝাতে হবে যে এটা স্বাভাবিক ব্যাপার এবং যৌনসংসর্গের আগে তাঁকে স্ত্রীর সম্মতি নিতে হবে৷ কিছু দম্পতি যৌনসংসর্গের সময় অস্বস্তি বোধ করেন৷ যৌন সম্পর্কের সময় স্ত্রীর যাতে কোনো অসুবিধা না হয়, স্বামীকে তা দেখতে হবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ