Call

উপাত্ত আদান-প্রদানে ব্যবহৃত বিভিন্ন মাধ্যম। যেমন- টেলিকমিউনিকেশন, ডেটা প্রসেসিং এবং ইমেজ প্রসেসিং ইত্যাদির সমন্বয়ে গঠিত একটি অপারেটিং প্ল্যাটফর্ম হচ্ছে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির এককেন্দ্রাভিমুখিতা। নিুে কয়েকটি তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির এককেন্দ্রাভিমুখী সেবার নাম উল্লেখ করা হলো: ১. টেলিভিশনে ইন্টারনেট সার্ভিসের সেবা প্রদান। ২. মোবাইল ফোন থেকে ইমেইল গ্রহণ ও প্রদান, ইন্টারনেট ব্রাউজিং। ৩. ইন্টারনেটে রেডিও এবং টেলিভিশনের প্রোগ্রাম সম্প্র্রচার। ৪. ইন্টারনেটের মাধ্যমে ভয়েস টেলিফোনি ইত্যাদি। তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির এককেন্দ্রাভিমুখিতার ফলে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য যোগাযোগমাধ্যম একত্রে গ্রাহকদের সেবা প্রদান করে। ফলে একই যন্ত্রের বিভিন্ন ব্যবহার হচ্ছে। যেমন-বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, গান শোনা যাচ্ছে, ইমেইল আদান-প্রদান করা যাচ্ছে। এ ধরনের প্রযুক্তির মূলে রয়েছে ইন্টারনেট। মানুষের ভৌগোলিক অবস্থান দূরে হলেও তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির এককেন্দ্রাভিমুখিতার ফলে মানুষ পরস্পরের খুব কাছের হয়ে গেছে। ফলে সময় এবং অর্থ খরচ কম হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ