শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

লেখ্য শব্দের বাংলা অর্থ লেখ্য [ lēkhya ] বিণ. ১. লিখতে হবে বা লেখা উচিত এমন; ২. লেখার যোগ্য; ৩. শুধু লেখার জন্যই ব্যবহৃত হয় অর্থাত্ কথ্য নয় এমন (লেখ্য ভাষা)।;☐ বি. ১. লিখিত পত্র বা চিত্র (তু. আলেখ্য); ২. দলিল।;[সং. √ লিখ্ + য]।;[লেক্‌খো] (বিশেষণ) ১ লেখনীয়; লেখার যোগ্য বা উপযুক্ত। ২ লিখতে হবে এমন। ৩ লেখবার নিমিত্ত প্রযুক্ত হয় এমন; কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। □ (বিশেষ্য) ১ লিখিত চিঠিপত্র; চিত্র; আলেখ্য। ২ দলিল-দস্তাবেজ। লেখ্যোপকরণ (বিশেষ্য) কালি কলম কাগজ প্রভৃতি লিখবার উপকরণ ও সরঞ্জাম। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্‌+য(ণ্যৎ)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ