শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

দাহক শব্দের বাংলা অর্থ দাহক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক।;স্ত্রী. দাহিকা;[দাহোক্‌] (বিশেষণ) ১ দাহনকারী; পোড়ায় এমন। ২ যাতনা দেয় এমন; যন্ত্রণাদায়ক। দাহিকা (স্ত্রীলিঙ্গ)। দাহক্রিয়া (বিশেষ্য) শবদাহ; অগ্নিসৎকার। দাহঘ্ন (বিশেষ্য) যা শরীরের জ্বালা দূর করে; দেহের তাপ প্রতিষেধক। দাহজ্বর (বিশেষ্য) যে জ্বরে দেহের তাপ ও জ্বালা বাড়ে। দাহিকা শক্তি (বিশেষ্য) দগ্ধ করার বা পোড়ানোর ক্ষমতা (আমরা অগ্নিতে জন্মিয়া ছাই! দাহিকাশক্তিহীন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্‌+অক (ণ্বুল্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ