Meaning

Call

-ধর্ষ (-ধর্ষ সাধারণত অন্ শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃ হয় শব্দের বাংলা অর্থ [ধর্‌শোন্‌, ধর্‌শো] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; নির্যাতন (প্রজা-ধর্ষণ)। ২ বলাৎকার; বলপূর্বক গ্রহণ (নারীধর্ষণ)। ৩ দলন; পরাজিতকরণ (দুর্ধর্ষ)। ধর্ষণী (বিশেষ্য) অসতী নারী। ধর্ষণীয় (বিশেষণ) ধর্ষণযোগ্য; ধর্ষণসাধ্য; নির্যাতন বা দলন করতে পারা যায় এমন। ধর্ষিত (বিশেষণ) ১ উৎপীড়িত; অত্যাচারিত। ২ পরাভূত; পরাজিত। ৩ অপমানিত; তিরস্কৃত। ৪ ধর্ষণ বা বলাৎকার করা হয়েছে এমন। ধর্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বলাৎকৃতা; বলপূর্বক (কোনো নারীর) সতীত্ব নষ্ট করা হয়েছে এমন। □ (বিশেষণ) উৎপীড়িতা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃষ্‌+অন(ল্যুট্‌), অ(ঘঞ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ