শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

যুক্ত শব্দের বাংলা অর্থ যুক্ত [ yukta ] বিণ. ১. সংলগ্ন, একত্র, মিলিত (‘যুক্ত কর হে সবার সঙ্গে’: রবীন্দ্র); ২. অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); ৩. রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); ৪. উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); ৫. পরিমিত (যুক্ত আহার); ৬. যোগরত; ৭. (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন।;[সং. √ যুজ্ + ত]।;স্ত্রী. যুক্তা।;যুক্তকর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত।;☐ বি. জোড় করা হাত।;যুক্তপ্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম।;যুক্তবেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি।;যুক্তরাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড।;যুক্তরাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র।;যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ।;[জুক্‌তো] (বিশেষণ) ১ সংযোজিত; সংলগ্ন; একত্র; মিলিত (যুক্তপাণি)। ২ নিয়োজিত; ব্যাপৃত; রত; নিযুক্ত (কর্মে যুক্ত)। ৩ উপযুক্ত; ন্যায্য; অনুমত (যুক্ত দন্ড)। ৪ পরিমিত; পরিমাণমতো (যুক্তাহার বিহার)। ৫ যোগরত। ৬ বিশিষ্ট (অর্থযুক্ত বাক্য)। ৭ (গণিত.) যোগ করা হয়েছে এমন; সংকলিত। যুক্তা (স্ত্রীলিঙ্গ)। যুক্তকর (ক্রিয়াবিশেষণ) দুই হাত একসঙ্গে; জোড়হাতে; কৃতাঞ্জলিপূর্বক। □ (বিশেষ্য) জোড় করা হাত। যুক্ত প্রদেশ (বিশেষ্য) বর্তমান ভারতের উত্তর প্রদেশ; আগ্রা ও অযোধ্যা প্রদেশ। যুক্তবেণী (বিশেষ্য) ১ নদীর সম্মিলন; প্রয়োগে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলিত ধারা। ২ বেণীবদ্ধ কেশ; খোঁপা। যুক্তরাজ্য (বিশেষ্য) গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড; United Kingdom। যুক্তরাষ্ট্র (বিশেষ্য) আমেরিকার সংযুক্ত রাষ্ট্রসমূহ; The United States of America। যুক্তাক্ষর (বিশেষণ) মিলিত অক্ষর; সংযুক্ত বর্ণ; একাধিক বর্ণ এক সঙ্গে যুক্ত করে লিখিত ও উচ্চারিত (যথা-র্ধ্ব)। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌+ত(ক্ত)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ