শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

তপ ২ শব্দের বাংলা অর্থ [তপো, তপোহ্‌; বিসর্গযুক্ত সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে বিসর্গের পরবর্তী বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়] (বিশেষ্য) ১ কঠোর সাধনা; তপস্যা (অলঙ্কারই তাহাদিগের জপ, অলঙ্কারই তাহাদিগের তপ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ব্রত। তপঃকর (বিশেষণ) যে তপস্যা করে; তপস্বী। তপঃক্লেশ (বিশেষ্য) তপস্যার কষ্ট। তপঃপ্রভাব, তপোবল (বিশেষ্য) ১ তপস্যার্জিত শক্তি। ২ যোগবল। তপঃসাধন, তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ (বিশেষ্য) তপস্যা; তপস্যাকরণ। তপঃস্থলী (বিশেষ্য) ১ তপস্যার স্থান। ২ বারণসী; কাশীক্ষেত্র। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+অস্‌};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ