শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ঠার শব্দের বাংলা অর্থ ঠার [ ṭhāra ] বি. ইশারা, সংকেত (আঁখিঠার)।;[হি. ঠার]।;ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)।;ঠারাঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো।;ঠারেঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)।;[ঠার্‌] (বিশেষ্য) ইশারা; সংকেত; ইঙ্গিত (নয়নের ঠার দিয়া কথা কহে ছলে-শেখ ফয়জুল্লাহ)। ঠারা (ক্রিয়া) ইশারা বা সংকেত করা; বাঁকাভাবে চাহিয়া ইঙ্গিত করা (চোখ ঠারা)। ঠারাঠারি (বিশেষ্য) চোখের ইঙ্গিতে ভাব বিনিময়। ঠারেঠোরে ক্রিবিন ইঙ্গিতে; ইশারায় (তাই টাপে টোপে ঠারে ঠোরে কই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) স্তার>সার>};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ