শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অসহযোগ শব্দের বাংলা অর্থ অসহযোগ, অসহযোগিতা [ asaha-yōga, asaha-yōgitā ] বি. ১. সহযোগ না করা; অন্যের কাজে সাহায্য না করা; ২. অনাদর; ৩. উপেক্ষা।[সং. ন + সহযোগ, সহযোগিতা]।অসহযোগ আন্দোলন–বি. রাজ্যশাসনের কাজে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয় জনগণের সহযোগিতা না করার জন্য গান্ধিজির নেতৃত্বে আন্দোলন, non-cooperation movement.অসহযোগী (-গিন্)–বিণ. সহযোগ বা সহযোগিতা করে না এমন।[অশহোজোগ্] (বিশেষ্য) ১ সহায়তা বা সাহায্য না করণ। ২ একত্রে কাজ না করা। ৩ সরকারকে রাজ্য শাসনে সাহায্য না করার আন্দোলনবিশেষ (আজ অসহযোগের অসহ্য আবেগে সে কলেজত্যাগিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসহযোগ আন্দোলন (বিশেষ্য) প্রজাগণ কর্তৃক ক্ষমতাসীন সরকারকে শাসনকার্য পরিচালনায় সহায়তা না করার আন্দোলন বিশেষ; non-cooperation movement । অসহযোগিতা (বিশেষ্য) ১ সাহায্য না করা; সহায়তা না করা। ২ একত্রে কাজ না করা। অসহযোগী (-গিন্) (বিশেষণ) অসহযোগ করে এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সহযোগ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ