শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অসম্মত শব্দের বাংলা অর্থ অসম্মত [ asammata ] বিণ. গররাজি, রাজি নয় এমন (এই প্রস্তাবে তিনি অসম্মত হলেন); অনিচ্ছুক; অস্বীকৃত; অনুমোদন পাওয়া যায়নি এমন।[সং. ন + সম্মত]।অসম্মতি–বি. সম্মতি বা অনুমোদনের অভাব, অমত, রাজি না হওয়া (তাঁর অসম্মতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন); অনিচ্ছা; অস্বীকৃতি।[অশম্‌মতো] (বিশেষণ) ১ সম্মত নয় এমন; নারাজ; গররাজি; অনিচ্ছুক। ২ অস্বীকৃত। ৩ অননুমত; মতানৈক্য আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ