শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অসহ শব্দের বাংলা অর্থ অসহ [ asaha ] বিণ. ১. সহ্য করতে পারে না এমন, অসহিষ্ণু; ক্ষমাহীন; ২. সহ্য করা যায় না এমন, অসহ্য (‘এ কুসুম-মালা হয়েছে অসহ’: রবীন্দ্র)।[সং. ন + √ সহ্ + অ]।অসহন–বি. অসহিষ্ণুতা, সহ্য না করা।বিণ. ১. অসহিষ্ণু, ক্ষমাহীন; ২. অসহ্য।অসহনীয়–বিণ. সহ্য করা যায় না এমন, দুঃসহ, অসহ্য (অসহনীয় দুঃখ)।অসহমান–বিণ. সহ্য করে না এমন; ক্ষমা করে না এমন।[অশহো] (বিশেষণ) ১ অসহিষ্ণু। ২ ক্ষমাশূন্য ৩ অসহ্য (এ কুসুমমালা হয়েছে অসহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসহন (বিশেষ্য) অসহিষ্ণুতা। □ (বিশেষণ) ১ অসহ্য; সহ্যশক্তি বহ্ভিূত (অতি-অসহন বহ্নিদহন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অসহিষ্ণু। ৩ ক্ষামশূন্য। অসহনীয় (বিশেষণ) সহ্য করা যায় না এমন; অসহ্য। অসহমান (বিশেষণ) সহ্য বা ক্ষমা করতে অক্ষম বা অসমর্থ (একান্ত অসহমান হইয়া করতলে করাল করবাল ধারণপূর্বক তৎক্ষণাৎ তথায় উপস্থিত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {অ (নঞ্)+সহ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ