শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে। আর এই চেকের বিশেষ কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে।

Features of a Cheque (চেকের বৈশিষ্ট্য সমুহ)একটি চেকে (Cheque) নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে-

১. Cheque লিখিতঃচেকের অর্থ পরিশোধের জন্য চেক একটি লিখিত আদেশ মাত্র। কোন আদেশের দ্বারা চেকের অর্থ পরিশোধ করা যায়না।

২. Cheque শর্তহীনঃচেক একটি শর্তহীন আদেশমাত্র। শর্তারোপ করে চেক পেমেন্ট হয়না।

৩. ব্যাংকের উপর আদেশঃচেক একটি ব্যাংকের উপর আদেশ। Bank ছাড়া অন্য কারো উপর চেকের আদেশ হতে পারেনা।

৪. Cheque চাহিবামাত্র পরিশোধযোগ্যঃচেক ব্যাংকে উপস্থাপনের পর চেকের টাকা সাথে সাথে পরিশোধ করতে হয়।

৫. চেকের স্বাক্ষরঃচেকে অবশ্যই হিসাবধারীর স্বাক্ষর থাকতে হবে। হিসাবধারীর স্বাক্ষর ছাড়া Cheque বৈধ বলে গণ্য হয় না।

৬. চেকের তারিখঃCheque টি অবশ্যই নির্দিষ্ট তারিখ বিশিষ্ট হতে হবে। তারিখবিহীন চেক পরিশোধযোগ্য নয়।

৭. চেকের নির্দিষ্ট প্রাপকঃচেকের অর্থ প্রদানের জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বাহকের নাম চেকে উল্লেখ থাকতে হবে।

৮. চেকের পক্ষঃচেকে অবশ্যই তিনটি পক্ষ থাকবে-ক. আদেষ্টা বা প্রস্তুতকারক (Drawer),খ. আদিষ্ট বা ব্যাংক (Drawee), এবংগ. প্রাপক (Payee)।

৯. চেকে টাকার পরিমাণঃচেকে উল্লিখিত টাকার পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। চেকে টাকার পরিমাণ অংকে ও কথায় লিখতে হবে। টাকার পরিমাণ কথায় ও অংকে লিখতে গড়মিল হলে Bank উক্ত চেকের অর্থ প্রদান করতে বাধ্য নয়।

১০. Cheque ছাপানোঃচেকটি অবশ্যই ছাপানো হতে হবে।

১১. দেশীয় মুদ্রায় পরিশোধঃচেকের টাকা অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রচলিত মুদ্রায় পরিশোধ করতে হবে। বিদেশি টাকায় Cheque এর মূল্য পরিশোধ করা যায় না।

১২. Cheque উপস্থাপনঃCheque শুধুমাত্র ব্যাংকে উপস্থাপনের পরই চেকের টাকা প্রদান করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ