উত্তর টি কি এমন হবে না ?


ভগবানের একটি সরল সংজ্ঞা হচ্ছে, 'জন্মদাস্য   
যতঃ' 

অর্থাৎ "যাঁর থেকে সমস্ত প্রকাশিত হয়"(ভাঃ ১/১/   
১)। 

'ভগবান' শব্দটি সংস্কৃত ভাষার শব্দ এবং এর অর্থ বিশ্লেষণ  

করেছেন ব্যাসদেবের পিতা পরাশর মুনি-

 "(১) সমগ্র ঐশ্বর্য(ধনসম্পদ), (২) সমগ্র বীর্য(শক্তিমত্তা), (৩)   
সমগ্র যশ, (৪) সমগ্র শ্রী(সৌন্দর্য, রূপবত্তা), (৫)   
সমগ্র জ্ঞান ও (৬)সমগ্র বৈরাগ্য যাঁর মধ্যে পূর্ণ-   
রূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান।

 'ভগ'  

শব্দের অর্থ:: ছয়টি ঐশ্বর্য বা ষড়ৈশ্বর্য।

 'বান'   
শব্দের অর্থ যুক্ত বা সমন্বিত। 

যেমন জ্ঞানবান   
অর্থ জ্ঞান-সমন্বিত, ধনবান শব্দের অর্থ ধন-   
সমন্বিত, তেমনি ভগবান(পরমশ্বের ভগবান)।   


কিন্তু মহা পাপের বা ঘোর পাপের ব্যাপার ::::: কিছু মানুষ ভগবান কে যোনির সঙ্গে সঙ্গায়িত করে .....

পৃথিবীকে মনে রাখা উচিত! যুগে-যুগে , কালে-কালে।

সনাতনের আঁধার শ্রী ঈশ্বর :- তাঁর প্রদত্ত আদি ধর্মকে/ধর্মিককে  অবশ্যই রক্ষা করেছেন এবং অধর্ম কে তিনি ধবংস করেছেন ।

শত শত বার। 

হে মানুষ তুমি যতজ্ঞানবান-ই হও না কেন?

সনাতন জ্ঞান সাগর এতই বৃহৎ যে সমগ্র জীব জগৎ তাঁর এক বিন্দু ও আলোড়িত করতে পারে না । 

তাই সঠিক পথে আসুন সঠিক সনাতন কে জানি । আর সবাই বলি  ঈশ্বর এক এবং  অদ্বিতীয় ।


শেয়ার করুন বন্ধুর সাথে