সাওর হল আরবি শব্দ, অর্থ ষাঁড়,বা বলদ। তার এই নামের একটা ঘটনা বলা হয় যে, একদিন তিনি মসজিদে ভুলে বাম পায়ে প্রবেশ করলে গায়েব থেকে একটা আওয়াজ আসলো যে, হে সাওর, তুমি তোমার ডান পায়ে প্রবেশ কর। তার পর থেকে তিনি নিজের নামের সাথে সাওর লাগিয়ে নিলেন। ঘটনা আমি একদিন মদজিদে জুমার ওয়াজে শুনেছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ