শেয়ার করুন বন্ধুর সাথে

السنة (সুন্নাত) শব্দটি আরবী, একবচন। বহুবচনে السنن (সুনান)। এর আভিধানিক অর্থ হ’ল, الطريقة والسيرة حميدة كانت أو ذميمة অর্থাৎ পথ, পন্থা, পদ্ধতি, রীতি, নিয়ম ইত্যাদি; চাই তা ভাল হোক অথবা মন্দ হোক। আল্লাহ তা‘আলা কুরআন মাজীদে এই অর্থে সুন্নাত শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেন, يُرِيْدُ اللهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ وَاللهُ عَلِيْمٌ حَكِيْمٌ- ‘আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়’ (নিসা ৪/২৬)। তিনি অন্যত্র বলেন,سُنَّةَ اللهِ فِيْ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللهِ تَبْدِيْلاً ‘পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। তুমি কখনো আল্লাহর রীতিতে কোন পরিবর্তন পাবে না’ (আহযাব ৩৩/৬২)

হাদীস গ্রন্থগুলি বহু হাদীসের সমষ্টি তাই সুনান বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ