শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্বার্থ শব্দের অর্থ হলো নিজের সুবিধা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্বার্থ শব্দের অর্থঃ নিজ প্রয়োজন, স্বকার্য, নিজের উদ্দেশ্য, স্বীয় অর্থ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • 'স্বার্থ' শব্দের অর্থঃ
  1. নিজের লাভ।
  2. নিজের উপকার।
  3. নিজের প্রয়োজন।
  4. নিজের ধনসম্পদ।
  • সংজ্ঞাঃ নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তাকে স্বার্থ বলে। স্বার্থের বিপরীত ত্যাগ। নিজের লাভ বা মঙ্গল বিসর্জনকে ত‍্যাগ বলে। যারা ত‍্যাগ করে, তাদেরকে ত‍্যাগী বলে।
  • স্বার্থপরঃ পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে, কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধনে অতি তৎপর ব‍্যক্তিকে স্বার্থপর বলে।
  • স্বার্থান্ধঃ নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন, তাকে স্বার্থান্ধ বলে।
  • স্বার্থান্বেষণঃ নিজের স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টাকে স্বার্থান্বেষণ বলে।
  • স্বার্থান্বেষীঃ কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, তাকে স্বার্থান্বেষী বা স্বার্থান্বেষণকারী বলে।
  • স্বার্থোন্মত্তঃ বিবেক বিরহিত হয়ে স্বার্থসাধনে বা স্বার্থরক্ষায় একান্ত তৎপর ব‍্যক্তিকে স্বার্থোন্মত্ত বলে।
  • উদাহরণঃ শুধু স্বার্থ (নিজের লাভ বা উপকার) নহে, স্বার্থত্যাগও আছে এ সংসারে। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ